নদিয়া- নদিয়ার নাকাশিপাড়া থানার ভোলাডাঙায় ঘটে গেল এক সিনেমার মতো ডাকাতি কাণ্ড। পুলিশ পরিচয় দিয়ে কোটি টাকার মানুষের চুলবোঝাই ট্রাক হাইজ্যাকের অভিযোগে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার মোশারফ হালসানা-সহ তিন যুবক। ধৃতদের মধ্যে মাস্টারমাইন্ড হিসেবে ধরা পড়েছেন হাসিবুল শেখ এবং ইঞ্জিন ভ্যান চালক চাইরুদ্দিন শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়ে চুল ও ভাঙা মোবাইল ভর্তি একটি ট্রাক। ট্রাকটিতে ছিল ২৯ বস্তা মানুষের মাথার চুল (প্রতি বস্তায় ৫০ কেজি) — বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা, এবং ১৭ বস্তা ভাঙা মোবাইল ফোন। রবিবার ভোরে নাকাশিপাড়ার বেলডাঙ্গা এলাকায় একটি ছোট গাড়ি ট্রাকটির পথ আটকে দাঁড়ায়। সেখান থেকে নেমে আসা সিভিক ভলান্টিয়ার পুলিশ পরিচয়ে চালককে অপহরণ করে গাড়িতে তোলে। শান্তিপুরে চালককে ফেলে দিয়ে তারা ট্রাকটি ভোলাডাঙার একটি ইটভাটায় নিয়ে যায়।
সেখানে ট্রাকের মাল নামিয়ে ইঞ্জিন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় মোশারফের গুদামে। চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ জিপিএস ট্র্যাকার ও সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্ত করে। গুদাম থেকে প্রায় ১,৫০০ কেজি লুটকৃত চুল উদ্ধার হয়। পুলিশের ধারণা, এই ঘটনায় আরও বড় চক্র সক্রিয় এবং তদন্ত চলছে।
