রাজস্থান – রাজস্থানের দৌসায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় ১১ জন নিহত এবং অনেক আহত হয়েছেন। দুর্ঘটনার ঘটনা উত্তরপ্রদেশগামী একটি রাস্তায় সংঘটিত হয়। নিহত ও আহতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টায় দৌসা থেকে উত্তরপ্রদেশের দিকে যাওয়ার সময় একটি কন্টেনার ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা ১০ যাত্রী মারা যান। পরবর্তীতে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা উত্তরপ্রদেশের এটাওয়ার গ্রামের বাসিন্দা ছিলেন এবং তারা রাজস্থানের দৌসায় খাদু শ্যাম মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রাজস্থান ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যথাক্রমে ভজনলাল শর্মা এবং যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন।
এই দুর্ঘটনা রাজস্থানের দৌসা ও আশপাশের অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও কর্তৃপক্ষ তৎপর রয়েছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
