আগামী ২২ আগস্ট কলকাতার মেট্রো পরিষেবায় যুক্ত হচ্ছে তিনটি নতুন রুট6

আগামী ২২ আগস্ট কলকাতার মেট্রো পরিষেবায় যুক্ত হচ্ছে তিনটি নতুন রুট6

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – আগামী ২২ আগস্ট কলকাতার মেট্রো পরিষেবায় একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ রুট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশ, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো করিডরের রুবি থেকে বেলেঘাটা অংশ, এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট। রেল বোর্ড সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে কলকাতায় এসে এই তিনটি রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন।

এই তিনটি নতুন রুট চালু হলে কলকাতার গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে এবং যাত্রীদের যাতায়াতের সুবিধা অনেকগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ সংযোগ চালু হলে দক্ষিণ, পূর্ব ও উত্তর কলকাতার মধ্যে দ্রুত ও সহজ যোগাযোগের পথ খুলে যাবে।

রেল বোর্ডের চেয়ারম্যান মঙ্গলবার কলকাতায় এসে সরাসরি এই তিনটি প্রকল্পের উদ্বোধনের জন্য বাকি থাকা অংশের প্রস্তুতি পরিদর্শন করেন। তিনি নিজে মেট্রো নিয়ে হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর এবং এসপ্ল্যানেড-নোয়াপাড়া রুটে ঘুরে দেখেন এবং সেগুলোতে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রেলমন্ত্রককে রিপোর্ট জমা দেওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত অনুমোদন আসলেই উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের রুবি থেকে বেলেঘাটা অংশ বহুদিন ধরে প্রস্তুত ছিল। এর জন্য সিআরএস অনুমোদনও ইতিমধ্যে পাওয়া গিয়েছে, কিন্তু চালু করা হয়নি। এবার সেই অংশ চালু হতে যাচ্ছে। এই রুটের মধ্যে রয়েছে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়), ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি এলাকা) এবং বেলেঘাটা স্টেশন। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশেও পাঁচটি স্টেশন রয়েছে — কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়। পুরো রুট চালু হলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট চালু হলে উত্তর কলকাতা থেকে বিমানবন্দরে যাতায়াত অনেক দ্রুত ও সহজ হবে। এই রুটের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই তিনটি রুট চালু হলে কলকাতার মেট্রো পরিষেবা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ সংযোগের ফলে হাওড়া ও শিয়ালদহের মধ্যে যাতায়াত অনেক দ্রুত হবে। নিউ গড়িয়া-বিমানবন্দর রুট দক্ষিণ কলকাতাকে বিমানবন্দরের সঙ্গে আরও সহজে যুক্ত করবে এবং নোয়াপাড়া-বিমানবন্দর রুট উত্তর কলকাতার যাত্রীদের বিমানবন্দর পৌঁছানোর সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।

যদিও এখনও মেট্রো কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা পাওয়া যায়নি, তবুও সব প্রস্তুতি শেষ অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সবুজ সংকেত আসলেই এই তিনটি রুট কলকাতার মেট্রো পরিষেবায় যুক্ত হয়ে যাত্রীদের জন্য নতুন সুবিধার দরজা খুলে দেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top