মালদা – মালদায় এক বড় জালিয়াতি আধার কার্ড চক্রের দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে চাঁচল থানার পুলিশ মোস্তফা আব্দুল ওয়াহেদকে তার এলাকার সিএসপি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আটক করে। পরবর্তী জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশের কাছে মহম্মদ আজমের তথ্য আসে, যাকে হরিশ্চন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়।
এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজস্থান, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের আইডি ব্যবহার করে নকল আধার কার্ড তৈরি ও বিক্রি করছিল বলে অভিযোগ। মোস্তফার সিএসপি সেন্টার থেকে ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার এবং নকল আধারের রিসিভ কপিও উদ্ধার হয়েছে।
পুলিশ বলছে, চক্রের আরও সদস্য থাকতে পারে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃত মোস্তফার বাবা জামিল আক্তার দাবি করেছেন, তার ছেলে নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
