রাজ্য – বর্ষার শেষ ভাগে আবারও ঘনিয়ে আসছে বৃষ্টির দাপট। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার আকাশ মেঘলা থাকবে, তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নদীর জলস্তর বাড়ার কারণে নিচু অঞ্চল প্লাবিত হতে পারে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে নিষেধাজ্ঞাও জারি হয়েছে।
আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে আবার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
