কলকাতা – ভোটার তালিকা নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের সাম্প্রতিক সংঘাতের মধ্যে তলব পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লির উদ্দেশে রওনা দেন।
নির্বাচন কমিশন তাঁকে আজ বিকেল ৫টার মধ্যে হাজির হতে বলেছে। সূত্রের খবর, কমিশনের সঙ্গে বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়েই মূলত আলোচনা হবে। এই তলবকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
