উত্তর 24 পরগণা – বিধানসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভূতুড়ে ভোটার বিতর্ক শাসক-বিরোধী সংঘাতে রূপ নিয়েছে। বসিরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ২২৫ নম্বর বুথে মোট ৯৮৪ জন ভোটারের মধ্যে ২৬ জন ইতিমধ্যেই মারা গেছেন। মৃতদের মধ্যে কেউ মারা গেছেন ৬ বছর আগে, কেউ বছর দুয়েক আগে। পরিবার সূত্রে জানা যায়, মৃতদের ডেথ সার্টিফিকেটও নিয়মমতো সংগ্রহ করা হয়েছে। তবে ভোটার তালিকায় এখনও তাঁদের নাম জ্বলজ্বল করছে।
উদাহরণস্বরূপ, অঞ্জনা গোস্বামীর শাশুড়ি মারা গিয়েছেন ৬ বছর আগে, তবুও ভোটার তালিকায় নাম আছে। মৃত পূর্ণিমা হালদারের নাতি বলেন, “ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে না থাকাটা স্বাভাবিক।” এলাকাবাসী অভিযোগ করছে, মৃত ভোটাররাও ভোটে অংশগ্রহণ করেছে। পুরসভার উপপ্রধান সুবীর সরকার জানান, একাধিক বুথে এমন ঘটনা ঘটেছে এবং BLO-কে বিষয়টি জানান হয়েছে।
একই সময়, ব্যারাকপুর ২ নম্বর ব্লকে তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতেও ভূতুড়ে ভোটারের খোঁজ মিলেছে। বিজেপি অভিযোগ করেছে, ভোটে জয়ী হতে তৃণমূল বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনেছে এবং নিজেদের বাড়ির লোকের নামে একাধিক ভোটার কার্ড তৈরি করেছে। এই ঘটনা নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
