ভাইরাল – সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে প্ল্যাটফর্মে নাচতে নাচতে রিল বানাতে গিয়ে এক তরুণী যাত্রীর ধাক্কার শিকার হন। ভিডিওতে দেখা যায়, ট্রেন থেকে নেমে রিল বানাতে শুরু করেন তরুণী, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক তাঁকে ধাক্কা দিয়ে থামিয়ে দেন। ঘটনাস্থলেই শুরু হয় বাগ্বিতণ্ডা—যুবকের অভিযোগ, ‘‘এটা রিল বানানোর জায়গা নয়,’’ আর তরুণীর পাল্টা মন্তব্য, ‘‘স্টেশন আপনার বাবার নয়, আপনি কেন ধাক্কা দিলেন?’’ তর্ক চরমে পৌঁছালে অন্য যাত্রীরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। ‘ইয়াতি শর্মা’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ভিডিওটি ইতিমধ্যেই চার লক্ষাধিক বার দেখা হয়েছে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তরুণীর আচরণকে দোষারোপ করেছেন, আবার কেউ যুবকের ধাক্কা দেওয়াকে অগ্রহণযোগ্য বলেছেন।
