জলপাইগুড়ি – জলপাইগুড়ির বেলাকোবা ও রানীনগর স্টেশনের মাঝে ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে 12377 আপ পদাতিক এক্সপ্রেস। সকাল ১০টা ৫ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশনে ঢোকার কথা থাকলেও প্রায় দুই ঘণ্টা বিলম্ব হয়। যাত্রীদের পাশাপাশি স্টেশন চত্বরে থাকা টোটোচালকরাও বিপাকে পড়েন। রেলকর্মী, আরপিএফ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি মেরামতের কাজ করেন। পরে রানীনগরে ইঞ্জিন বদলে ট্রেনটি নিউ আলিপুরগামী পথে রওনা দেয় বলে রেল সূত্রে জানা গেছে।
