‘ভোটার তালিকা সংশোধনে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ জরুরি’: অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘ভোটার তালিকা সংশোধনে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ জরুরি’: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে নির্বাচন কমিশনের কাছে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে বুধবার বলেন, লোকসভা ভেঙে দিয়ে নির্বাচন কমিশনকে এই প্রক্রিয়া শুরু করা উচিত। অভিষেক উল্লেখ করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় যে ভোটার তালিকা ব্যবহার করা হয়েছে, সেটি নতুন করে সংশোধন করলে জনগণের সঙ্গে আস্থা কমে যাবে এবং তা এক ধরনের প্রতারণার সামিল হতে পারে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং তথ্যের যথাযথতা নিশ্চিত করা অপরিহার্য, এমনই মত তার। এসময় ইউটিউবার ধ্রুব রাঠেও কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, কমিশনের আচরণ প্রায়শই অপরাধীর মতো মনে হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ‘এক দেশ এক ভোট’ ব্যবস্থার উদ্দেশ্য সফল করতে কমিশন এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top