নদিয়া – ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কাঁচরাপাড়ায় এক জনসভায় তিনি ঘোষণা করেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে দলের ‘শহিদ’ পরিবারগুলির দায়িত্ব নেওয়া হবে এবং মিথ্যা মামলায় জেল খাটা নেতা-কর্মীদের মাসিক ৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
সভায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল সরকার মিথ্যা মামলায় তাদের অনেক কর্মীকে জেলে ঢুকিয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় এলে এসব কর্মীদের জন্য ভাতা চালু করা হবে। পাশাপাশি, তিনি শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতায় এলে পরিস্থিতি বদলাবে এবং ‘সুদে-আসলে সব ফেরত দেওয়া হবে’। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি ইতিমধ্যেই ‘সংগ্রামী ভাতার’ ঘোষণা করেছিলেন।



















