খেলা – চলতি ডুরান্ড কাপ ২০২৫-এর শুরু থেকেই অপ্রতিরোধ্য দেখা দিয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান ক্লাব, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। গত মাসের শেষের দিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল সাউথ ইউনাইটেড এফসি। পূর্ণ সময় শেষে পাঁচটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ শিবির, এবং দলের পাঁচজন ফুটবলারই গোল করে দলের মনোবল বাড়িয়েছেন। পরবর্তী ম্যাচে আইলিগের শক্তিশালী ক্লাব নামধারী এফসির বিপক্ষে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তৃতীয় ম্যাচে আবারও বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মশাল ব্রিগেড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে স্থান পায় ইস্টবেঙ্গল। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন পাঞ্জাবী গোলরক্ষক প্রভসুখান সিং গিল, যিনি একটি ক্লিনশিটও অর্জন করেছেন।
অন্যদিকে, ডুরান্ড কাপ শুরু হয়েছিল মোহনবাগানের ডার্বি ম্যাচ দিয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল মহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে সাদা-কালো শিবিরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বি এস এফ দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মোহনবাগান। তারপর বহু আলোচিত ডায়মন্ড হারবার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পায় হোসে মোলিনার ছেলেরা। লিস্টন কোলাসো, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনদের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলের গোলরক্ষক বিশাল কাইথও এক ক্লিনশিট রাখেন।
তবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পাশাপাশি মরসুম শুরুর এই টুর্নামেন্টে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে জামশেদপুর এফসি। টিবেটিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি এবং ওয়ান লাদাখ এফসির মতো দলগুলোর বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে এই দল। দলের গোলরক্ষক অমৃত গোপও দারুণ খেলছেন, ইতিমধ্যেই দুইটি ক্লিনশিট ধরে রেখেছেন এবং সোনার গ্লাভস জিততে তাঁর উপর নজর রেখেছে সকল ফুটবলপ্রেমী।
