পূর্ব মেদিনীপুর – ৭৯তম স্বাধীনতা দিবসে নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি সেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হন।
শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান, যিনি লালা কেল্লাতে ভাষণে বলেছেন, “ভারতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না।” তিনি বলেন, “১৪০ কোটি জনসংখ্যার দেশ, যেখানে রাতের ঘুমের জায়গা পাওয়া কঠিন, প্রধানমন্ত্রী ভালো উদ্যোগ নিয়েছেন।”
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছিলেন, “ভারতের মাটিতে শুধু ভারতীয় নাগরিক থাকবেন, কোনো বিদেশি থাকবে না” এবং “SIR-এর নামে NRC চক্রান্ত চলছে,” তাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “মমতা ব্যানার্জি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, প্রত্যেককে তার কাজের পরিধি অনুযায়ী কাজ করা উচিৎ। সংবিধান মেনে চলা সবার কর্তব্য।”
শুভেন্দু আরও বলেন, “২০১৯ সালে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সময় মমতা রাজ্যজুড়ে আগুন লাগিয়েছিলেন, NRC বলেই। আজ CAA কার্যকর, তারপরও SIR NRC নয়। এই ঢপবাজি চলুক, আর ৬ মাস! ২০২১ সালে নন্দীগ্রামে যা হয়েছে, আর ৬ মাস পরে গোটা বাংলা করবে।”
