রামপুরহাট ১ ব্লকের দখলবাটি পঞ্চায়েতে জন্ম সনদের জন্য অবৈধ অর্থ দাবি

রামপুরহাট ১ ব্লকের দখলবাটি পঞ্চায়েতে জন্ম সনদের জন্য অবৈধ অর্থ দাবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বীরভূম – রামপুরহাট ১ ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী জন্ম সনদ বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রতিটি সার্টিফিকেটের জন্য ৩০০ টাকা নেয়, এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ব্যাপক সমালোচনা চলছে।

জানা গেছে, জন্ম সনদের জন্য নেয়া টাকা দিয়ে পঞ্চায়েত নামযুক্ত রসিদ দেওয়া হচ্ছে, কিন্তু এতে সরকারি ছাপ নেই। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিতে নড়েচড়ে বসেছেন। মহকুমা শাসক সৌরভ পান্ডে জানান, এভাবে টাকা নেওয়া সম্পূর্ণ বেআইনি এবং তিনি বিডিওকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

দখলবাটি পঞ্চায়েত এলাকায় প্রতিদিন প্রচুর শিশুর জন্ম হয়। অভিভাবকরা অভিযোগ করেছেন, শিশু জন্মের ২১ দিনের মধ্যে সার্টিফিকেটের জন্য আবেদন করলে পঞ্চায়েত ৩০০ টাকা দাবি করছে। এই সংক্রান্ত রসিদ ব্লক প্রশাসনের কাছে জমা পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।

পঞ্চায়েত প্রধান সরবিনা বিবি এবং এগজিকিউটিভ বিশ্বজিৎ দাস পোদ্দার ফোনে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, অফিসে এসে বিষয়টি আলোচনা করা উচিত। অন্যদিকে, স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বিষয়টি সম্পর্কে এখনও অবগত নন। বিডিও অঙ্কুর মিত্র জানান, তিনি পঞ্চায়েত থেকে একটি রিপোর্ট চেয়েছেন এবং রিপোর্ট পাওয়ার পর মন্তব্য করবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top