ট্রাম্পের শুল্কনীতির প্রভাব মোকাবিলায় মোদি সরকারের জরুরি বৈঠক

ট্রাম্পের শুল্কনীতির প্রভাব মোকাবিলায় মোদি সরকারের জরুরি বৈঠক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



প্রধানমন্ত্রী – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ক নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে রক্ষা করতে জরুরি বৈঠকে বসে মোদি সরকার। সোমবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত অর্থনৈতিক কাউন্সিলের এই বিশেষ বৈঠকে উৎপাদন শিল্প ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হলেও মূল কেন্দ্রবিন্দু ছিল ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি। আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হতে চলা ৫০ শতাংশ আমদানি শুল্কের ফলে দেশের বস্ত্র ও গহনা শিল্পে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকট মোকাবিলায় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে চাঙ্গা করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি সহ অন্যান্য সদস্যরা একমত হন যে আন্তর্জাতিক বাণিজ্য শুল্কের চাপ সামলাতে আত্মনির্ভরশীল হওয়া ছাড়া আর কোনও পথ নেই।

গুরুত্বপূর্ণ দিক হলো, বৈঠক শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে নিজের আলোচনার বিষয়ে মোদিকে অবহিত করেন পুতিন। এর জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, রাশিয়া ও ভারতের সম্পর্ক এবং ইউক্রেন নীতিই ভবিষ্যতে ভারতের বিদেশনীতির মূল চালিকাশক্তি হবে। তিনি এ বিষয়ে আলোকপাত করার জন্য পুতিনকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সমন্বয় অটুট রাখার অঙ্গীকার করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top