২০২৬ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সাংগঠনিক প্রস্তুতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০২৬ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সাংগঠনিক প্রস্তুতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে উদ্যোগ নিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় উত্তর ২৪ পরগনার বারাসত ও পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার বাছাই করা পদাধিকারীদের তলব করা হয়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সঙ্গে নিয়ে অভিষেক এই দুই জেলার নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন।

বৈঠকে দুই জেলার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, সমস্যা এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি জেলায় কীভাবে দলকে আরও শক্তিশালী করা যায় এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করা যায়, সে বিষয়কে কেন্দ্র করেই রণকৌশল তৈরি হয়।

নেতাদের বৈঠকে আসন্ন নির্বাচনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের বৈঠক তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতিকে আরও জোরদার করবে এবং আগামী নির্বাচনে জেতার পথে দলকে বাড়তি সুবিধা এনে দেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top