ভাইরাল – অবিরাম বৃষ্টিতে জলমগ্ন মহারাষ্ট্রের রাস্তাঘাট। সেই পরিস্থিতিতেই গাড়ি নিয়ে আন্ডারপাসে প্রবেশ করেছিলেন দুই ব্যক্তি। হঠাৎই বাড়তে থাকা জলে গাড়িটি ভেসে গিয়ে প্রায় খাড়া অবস্থায় দাঁড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে প্রাণসঙ্কটে পড়েন ভিতরে আটকে থাকা যাত্রীরা। ঠিক সেই সময় এগিয়ে আসেন দুই স্থানীয় তরুণ।
চোখের সামনে ঘটে যাওয়া বিপদে তারা সাঁতার কেটে পৌঁছে যান ডুবে যাওয়া গাড়ির কাছে। দরজা খোলার চেষ্টা ব্যর্থ হলে, একজন তরুণ গাড়ির ছাদে উঠে আন্ডারপাসের ছাদ ধরে চাপ প্রয়োগ করে গাড়িটিকে স্থিতিশীল করার চেষ্টা করেন। অপর তরুণও সঙ্গ দেন গাড়ি সোজা করার কাজে। অবশেষে জানলার ফাঁক দিয়ে শরীর গলিয়ে বাইরে আসতে সক্ষম হন দুই বিপর্যস্ত ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে সোমবার, মহারাষ্ট্রের ঠাণে জেলার নারিভালি ও উত্তরশিব গ্রাম সংযোগকারী একটি আন্ডারপাসে। সেই উদ্ধারকাজের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা দুই তরুণের সাহস ও মানবিকতার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
স্থানীয়রা জানিয়েছেন, সময়মতো ওই তরুণরা সাহায্য না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ভাইরাল এই ভিডিও এখন সাহসিকতার উদাহরণ হিসেবে আলোচনায় উঠে এসেছে।
