দেব-সানি লিওনির রোম্যান্টিক নাচের ভিডিও ফের ভাইরাল

দেব-সানি লিওনির রোম্যান্টিক নাচের ভিডিও ফের ভাইরাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – টলিউডের সুপারস্টার দেবের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সম্প্রতি দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতু মুক্তি পেয়েছে, যেখানে দশ বছর পর ফের বড়পর্দায় দেখা গেছে হিট জুটিকে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে দেবের একটি পুরনো ভিডিও, যেখানে তিনি রোম্যান্টিক ডান্স করছেন বলিউড অভিনেত্রী সানি লিওনির সঙ্গে।

ভিডিওতে দেখা যায়, দেব পরেছিলেন সাদা কোট-প্যান্ট, আর সানি লিওনি ছিলেন ছাই রঙের শিফন শাড়িতে। দু’জনকে একসঙ্গে নাচতে দেখা যায় দেবের জনপ্রিয় গান কী করে তোকে বলব, তুই কে আমার-এর তালে। তাঁদের সেই নাচ মুগ্ধ হয়ে উপভোগ করেছিলেন উপস্থিত অতিথি মনামী ঘোষ এবং মিঠুন চক্রবর্তী।

তবে এটি সাম্প্রতিক কোনও ভিডিও নয়। চার বছর আগে ডান্স ডান্স জুনিয়র সিজন ২-এর ফাইনাল পর্বে এই নাচ হয়েছিল। সেই সময় বিচারকের আসনে ছিলেন দেব, আর অতিথি হিসেবে এসেছিলেন সানি লিওনি। সেখানেই দু’জনকে একসঙ্গে নাচতে দেখা যায়।

দীর্ঘ সময় পর এই ভিডিও আবারও ভাইরাল হওয়ায় দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, দেব-সানির জুটিকে বড়পর্দায় দেখতে পারলে আরও চমকপ্রদ লাগত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top