মালদা – মালদার রতুয়া ১ ব্লকের নিউ বিলাইমারী মাদ্রাসা ত্রাণ শিবিরে জলবন্দী দুর্গতদের মধ্যে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। গদাই মহারাজপুরের প্রায় ৫০টি পরিবার শুরুতে এই শিবিরে আশ্রয় নিয়েছিল। তবে খাবারের অভাব এবং প্রশাসনিক উদাসীনতার কারণে বর্তমানে সেখানে মাত্র ৭টি পরিবার রয়েছে। দুর্গতদের অভিযোগ, প্রায় সাতদিন আগে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হলেও এরপর আর কোনও খোঁজখবর নেওয়া হয়নি।
বাকি পরিবারগুলি বাধ্য হয়ে আত্মীয়স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন। শিবিরে যারা রয়ে গেছেন, তারা নিজেদের উদ্যোগে মাটির উনুনে রেশনের চাল দিয়ে কোনওরকমে রান্না করছেন। জ্বালানির অভাবে রাতে রান্না করা সম্ভব হচ্ছে না, ফলে দুর্গতদের অনেক সময় অর্ধসিদ্ধ ভাত খেয়ে দিন কাটাতে হচ্ছে। শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে।
দুর্গতদের অভিযোগ, প্রশাসনের অন্যান্য ত্রাণ শিবিরে দিনে দু’বার রান্না করা খাবারের ব্যবস্থা থাকলেও এই শিবিরটি সেই সুবিধা থেকে বঞ্চিত। ঘটনাস্থলে গিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা দুর্গতদের ক্ষোভ এবং সমস্যার কথা শোনেন। দুর্গতরা এবং স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রশাসনের প্রতি দ্রুত ত্রাণ ও খাবারের সরবরাহের দাবি জানিয়েছেন।
