বাঁশির তালে খেলা দেখাতে গিয়ে সাপুড়েকে ফাঁকি, নর্দমা দিয়ে চম্পট দিল গোখরো

বাঁশির তালে খেলা দেখাতে গিয়ে সাপুড়েকে ফাঁকি, নর্দমা দিয়ে চম্পট দিল গোখরো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাইরাল – বাঁশির সুরে খেলা দেখানোর প্রস্তুতি ছিল পুরোদমে, কিন্তু ঘটল এক অপ্রত্যাশিত কাণ্ড। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক প্রৌঢ় সাপুড়ে ঝাঁপি থেকে একটি মাঝারি আকারের গোখরো বের করে আনেন এবং বাঁশি বাজিয়ে খেলা দেখানোর চেষ্টা করেন। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। বাঁশির তালে নাচার পরিবর্তে সুযোগ বুঝে সাপুড়েকে ফাঁকি দিয়ে সাপটি দ্রুত সরসর করে পাশের খোলা নর্দমা দিয়ে পালিয়ে যায়।

ভিডিওতে দেখা গেছে, সাপুড়ে প্রাণপণে চেষ্টা করেও বিষধর গোখরোটিকে আটকাতে পারেননি। মুহূর্তের মধ্যেই সাপটি নর্দমার ভেতরে অদৃশ্য হয়ে যায়। ঠিক কোথায় বা কবে এই ঘটনাটি ঘটেছে, তা স্পষ্ট নয়। ভিডিওটি ইনস্টাগ্রামের ‘পালসজাট২০২৪’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ইতিমধ্যেই সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। প্রায় ৭ হাজার ৬০০ লাইক জমা পড়েছে, পাশাপাশি অসংখ্য নেটিজেন ভিডিওটি দেখে মজার মন্তব্য করেছেন।

এক নেটাগরিক রসিকতার সুরে লিখেছেন, “শুনেছিলাম বাঁশি বাজালে সাপ আসে, কিন্তু প্রথমবার দেখলাম বাঁশি শুনে সাপ পালিয়ে যাচ্ছে!” ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top