বিনোদন – টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অনুষা বিশ্বনাথন আবারও ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। পরিচালক অশোক বিশ্বনাথন ও সাংবাদিক মধুমন্তী মৈত্রের একমাত্র কন্যা অনুষা ছোট থেকেই ফিল্মি পরিবেশে বেড়ে ওঠেন এবং অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। টেলিভিশন থেকে বড়পর্দা—সব জায়গাতেই ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন তিনি। যদিও বর্তমানে তাঁকে বড়পর্দায় দেখা যাচ্ছে না, তবে সোশ্যাল মিডিয়ায় সবসময়ই বেশ সক্রিয় অনুষা। তাঁর বোল্ড লুক প্রায়শই ভাইরাল হয়, আর এবারও তার ব্যতিক্রম হলো না।
কালো রঙের মনোকিনি পরে পুলের ধারে ফটোশুট করে ঝড় তুললেন অনুষা। কখনও সানগ্লাসে, কখনও খোলা চুলে, আবার কখনও পুলে জলকেলিতে ধরা দিলেন তিনি। তাঁর সুইমিং পুলের ধারের একাধিক ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, এই ছবিগুলো তুলেছেন অনুষার চর্চিত প্রেমিক আদিত্য সেনগুপ্ত। অনুষার কালো মনোকিনি লুক নেটিজেনদের মধ্যে উষ্ণতার পারদ চড়িয়েছে এবং তাঁকে দেখে চোখ সরানো দুষ্কর হয়ে পড়েছে।
টলিপাড়ায় অনুষা ও আদিত্যর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের প্রেমের মুহূর্ত শেয়ার করতে দ্বিধা করেন না দুজনেই। আদিত্য, অভিনেত্রী খেয়ালি দস্তিদারের প্রথম পক্ষের ছেলে, এবং তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে ‘প্রজাপতি বিস্কুট’ থেকে ‘বীরাঙ্গনা’ পর্যন্ত বিভিন্ন ছবিতে। টলিপাড়ায় শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন অনুষা ও আদিত্য। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তাঁরা।
