কলকাতা – খাস কলকাতায় শিয়ালদহ রেল ব্রিজের নীচে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে, যখন কারমাইকেল হোস্টেলের এক ছাত্র মোবাইলের সরঞ্জাম কিনতে গেলে দোকানদারের সঙ্গে দাম নিয়ে তর্ক বাঁধে। অভিযোগ, হিন্দিভাষী দোকানদার ছাত্রকে বাংলা বলার জন্য গালাগালি করেন এবং বাংলাদেশি বলে আক্রমণ করেন।
হোস্টেলে ফিরে আক্রান্ত ছাত্ররা সহপাঠীদের নিয়ে ফের দোকানে পৌঁছায়। অভিযোগ, তখন আশপাশের ব্যবসায়ীরা তাদের উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এই ঘটনার সময় চারজন গুরুতর জখম হন এবং তাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়।
হামলার পর ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানার বাইরে বসেই তারা বিক্ষোভ শুরু করে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার দাবি করে।
বিগত কয়েক মাস ধরে ভিনরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল সরব হয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। তবে শহরে বাঙালিদের নিরাপত্তা প্রশ্নের মুখোমুখি হয়েছে এবং এখন দেখার, শাসক শিবির এই প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দেয় বা অভিযুক্তরা গ্রেফতার হন কি না।




















