বীরভূমের বৃদ্ধকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকরা

বীরভূমের বৃদ্ধকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীরভূম – বীরভূমের এক বৃদ্ধকে জটিল হৃদরোগ থেকে বাঁচাতে বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকরা টাভি (TAVI) পদ্ধতি ব্যবহার করে সফলভাবে ভালভ প্রতিস্থাপন করেছেন। এই চিকিৎসার খরচ হয়েছে ১৩ লাখ টাকা, কিন্তু কোনও কাটাছেঁড়া ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। জেলাস্তরের সরকারি হাসপাতালে এই ধরনের জটিল অস্ত্রোপচার প্রথমবার সম্পন্ন হলো।

বুজুং গ্রামের বাসিন্দা অমিয় কুমার মণ্ডল শ্বাসকষ্ট ও বুকে ব্যথার সমস্যায় ভুগছিলেন। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর ভালভ প্রতিস্থাপন জরুরি। সাধারণ মানুষের পক্ষে ১৩ লাখ টাকার এই চিকিৎসা করা প্রায় অসম্ভব, তবে রাজ্য সরকার চিকিৎসার জন্য অনুমোদন দেয়।

গত ১৩ আগস্ট, কার্ডিওলজি বিভাগের প্রধান দীপঙ্কর ঘোষের নেতৃত্বে ২০ জন চিকিৎসকের একটি দল তিন ঘণ্টা ধরে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করে। এটি ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্ল্যান্টেশন বা টাভি পদ্ধতি, যেখানে ক্যাথেটারের মাধ্যমে নতুন ভালভ শরীরে প্রবেশ করিয়ে পুরনো ভালভের স্থানে প্রতিস্থাপন করা হয়।

বর্তমানে প্রাক্তন শিক্ষক অমিয় মণ্ডল সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন, জেলার কোনও সরকারি হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার প্রথমবার হওয়ায় এটি একটি বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top