কলকাতা – ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে আক্রমণ করেছেন। ক্যামাক স্ট্রিটের দপ্তরে বসে তিনি সরাসরি অনুরাগ ঠাকুরকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, কেন তিনি ডায়মন্ড হারবারের ভোটার তালিকা নিয়ে করা অভিযোগের কোনো জবাব দেননি।
অভিষেক জানান, অতীতে যখন অনুরাগ ঠাকুর ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলেছিলেন, তখন তিনি ৪১ জন ভোটারকে নিয়ে একটি ভিডিও তৈরি করে পেনড্রাইভে সংরক্ষণ করে সেটি অনুরাগের দিল্লির বাসভবনে পাঠিয়েছিলেন। অভিষেকের দাবি, এরপর থেকে অনুরাগ ঠাকুর এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। বুধবার তিনি পুনরায় এই প্রসঙ্গ টেনে বলেন, “উত্তর দিতে পারবেন?”
ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকেও প্রশ্নের চোখে দেখেন অভিষেক। তাঁর মতে, ‘ইন্ডিয়া’ জোটের অভিযোগের কোনো সদুত্তর কমিশন দিতে পারেনি। তিনি আরও বলেন, যদি এমনভাবে ভোটার তালিকা ম্যানিপুলেট করা হয়, তবে বিজেপি গত লোকসভা নির্বাচনে ১০০টি আসনও পেত না। তিনি এটিকে ‘ম্যানিপুলেটেড ম্যান্ডেট’ হিসেবে উল্লেখ করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এই গরমিলের দায় এড়াতে পারবেন না। তিনি আরও দাবি করেন, রাজীব কুমারের বিরুদ্ধে এনওসি জারি করা উচিত যাতে তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন।
উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বিজেপি বিভিন্ন কৌশল ব্যবহার করে কর্ণাটকে প্রায় ৮০–১০০ আসনে জয়ী হয়েছিল, যা না হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না।
