মুম্বই সফরে শুভশ্রী, মৌনির সঙ্গে আড্ডায় মাতলেন দুই অভিনেত্রী

মুম্বই সফরে শুভশ্রী, মৌনির সঙ্গে আড্ডায় মাতলেন দুই অভিনেত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – সময়টা দারুণ কাটছে টলিউড তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। ‘গৃহপ্রবেশ’ এবং ‘ধূমকেতু’— টানা দুই ছবির সাফল্যে উজ্জ্বল মুখ নায়িকার। দেব-শুভশ্রীর জুটির নতুন ছবিটিও এখনও চুটিয়ে ব্যবসা করছে। অভিনয়ের পাশাপাশি ওটিটি, ছোট পর্দা এবং প্রযোজনার কাজও সমান তালে সামলাচ্ছেন তিনি।

২০২৩ সালের নভেম্বরে দ্বিতীয়বার মা হওয়ার পরও ব্যস্ততার মাঝে সুন্দরভাবে সামলাচ্ছেন দুই সন্তান ইউভান ও ইয়ালিনির সংসার। কাজের ফাঁকে সুযোগ পেলেই ছোট্ট ভ্যাকেশন প্ল্যান করেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজের ও পরিবারের নানা আদুরে মুহূর্ত।

কলকাতার ব্যস্ত সূচির মাঝেই সম্প্রতি শুভশ্রী উড়ে গিয়েছেন মুম্বইতে। সঙ্গে গিয়েছে তাঁর টিমও। বোঝা যাচ্ছে, মায়ানগরীতে কোনও শ্যুটিং বা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছেন তিনি। তবে অতিবৃষ্টির কারণে আপাতত মুম্বইয়ের জনজীবন কিছুটা স্তব্ধ। এর মধ্যেই ঝটিকা সফরে প্রিয় বান্ধবী মৌনি রায়-এর সঙ্গে দেখা করলেন শুভশ্রী।

দুই অভিনেত্রী কিছুটা সময় একসঙ্গে কাটান, হয় আড্ডা, হয় ফটো সেশন। শুভশ্রী ইনস্টাগ্রামে মৌনির সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, “আমার একমাত্র মৌনির সঙ্গে…”। মৌনিও শেয়ার করেছেন তিনটি ছবি, সঙ্গে প্রায় একই ধরনের ক্যাপশন। শুভশ্রীর কমেন্টে মৌনিকে উদ্দেশ করে বার্তা, “তোমায় ভালোবাসি”।

আসলে ‘ডান্স বাংলা ডান্স’-এর সিজন ১২-তে বিচারক আসনে একসঙ্গে বসেছিলেন শুভশ্রী ও মৌনি। সেখান থেকেই শুরু দুই নায়িকার গভীর বন্ধুত্ব। এরপর থেকে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদের নানা লেন্সবন্দি মুহূর্ত শেয়ার করে থাকেন দুই তারকাই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top