বিয়ের আসরে নাচতে নাচতে মঞ্চেই লুটিয়ে পড়লেন তরুণী, আনন্দের অনুষ্ঠানেই নেমে এল শোকের ছায়া

বিয়ের আসরে নাচতে নাচতে মঞ্চেই লুটিয়ে পড়লেন তরুণী, আনন্দের অনুষ্ঠানেই নেমে এল শোকের ছায়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – বিয়ের আসরে চলছিল জমজমাট অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই নাচগানে মেতে ছিলেন। হঠাৎই আনন্দের মুহূর্ত পরিণত হয় মর্মান্তিক ঘটনায়। মামল্লাপুরমে এক বিয়ের অনুষ্ঠানে মঞ্চে নাচতে নাচতে হঠাৎ লুটিয়ে পড়লেন এক মহিলা। অজ্ঞান অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত মহিলার নাম জিভা (৪৫), তিনি কাঞ্চিপুরমের বাসিন্দা। স্বামীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। লাইভ গানের তালে অন্য মহিলাদের সঙ্গে নাচার সময়ই মঞ্চে পড়ে যান তিনি। এই ভয়াবহ মুহূর্তটি ধরা পড়ে ক্যামেরায় এবং মুহূর্তেই ভাইরাল হয় সমাজমাধ্যমে।

জিভার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিয়ের আনন্দঘন পরিবেশে। জানা গেছে, তাঁর স্বামী চেন্নাইয়ের একজন খ্যাতনামী ব্যবসায়ী এবং তাঁদের দুই সন্তান রয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ‘পিটিটিভিনিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে শিউরে উঠেছেন নেটাগরিকরা। উল্লেখ্য, এর আগেও মধ্যপ্রদেশের বিদিশায় বিয়ের আসরে নাচতে নাচতে প্রাণ হারিয়েছিলেন পরিণীতা জৈন নামে এক তরুণী। নাচ, জিম বা দৈনন্দিন কথোপকথনের মাঝেই আচমকা লুটিয়ে পড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়তে থাকায় সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top