খেলা – আহমেদাবাদের সেই অভিশপ্ত মাঠেই এ বার রানের বিস্ফোরণ ঘটাল টিম ইন্ডিয়া। গত বছর এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল ভারতের। তবে এবার সেই একই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে নিল রোহিত শর্মার দল। এই জয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলল।
ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। নিয়মরক্ষার এই ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। তবে শুরুতেই বড় ধাক্কা খায় ভারতীয় শিবির। মাত্র ১ রান করেই সাজঘরে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। এরপর হাল ধরেন শুভমান গিল ও বিরাট কোহলি। দু’জন মিলে গড়ে তোলেন ১২১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ছন্দময় ব্যাটিং করছিলেন কোহলি, কিন্তু ব্যক্তিগত ৫২ রানে আদিল রশিদের বলে আউট হয়ে ফিরে যান তিনি।
কোহলির বিদায়ের পরও রানের গতি বজায় রাখেন শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। এই জুটি আরও ১০৪ রান যোগ করে। দুর্দান্ত ফর্মে থাকা গিল এদিন ১০২ বলে ১১২ রানের মারকুটে ইনিংস খেলেন, যাতে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা। তবে শেষ পর্যন্ত রশিদের স্পিনের কাছে হার মানেন তিনি। অন্যদিকে, শ্রেয়স আইয়ারও ঝলসে ওঠেন। মাত্র ৬৪ বলে খেলেন ৭৮ রানের ঝোড়ো ইনিংস।
শেষের দিকে হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুলও ব্যাট হাতে দলের রান আরও বাড়ান। হার্দিক দু’বার রশিদকে গ্যালারিতে পাঠালেও শেষ পর্যন্ত তিনিই রশিদের শিকার হন। রাহুল ২৯ বলে ৪০ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ভারতের ইনিংস থামে বিশাল ৩৫৬ রানে।
