কলকাতা – আর কয়েক ঘণ্টা পরই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, ২২ আগস্ট, বঙ্গসফরে এসে মেট্রোর উদ্বোধনের পর দমদমে একটি সভা করবেন তিনি। সভার প্রস্তুতি চলছে জোরকদমে। তবে রাজনৈতিক মহলে কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন—এইবার কি আমন্ত্রণ পেয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? বৃহস্পতিবার নিজেই বিষয়টি খোলসা করেন দিলীপ। তিনি জানান, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। অভিমানী সুরে বলেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব, সেটা আমিই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে কাজ চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেন তিনি।
শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে দেখা যায় দিলীপ ঘোষকে। জানা গিয়েছে, তিনি বেঙ্গালুরু যাচ্ছেন, যদিও কেন যাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। বিমানবন্দরে দাঁড়িয়ে দিলীপ বলেন, “মোদিজি কী বলছেন তা শুনতে সভায় থাকার তো দরকার নেই, মোবাইলেও শোনা যাবে।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, দল ঠিক সময়ে তাঁকে কাজে লাগাবে। তাঁর এই অভিমানী মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




















