রাজ্য – ফের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপর একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে। একই জায়গায় আরও একটি নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকায় সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে শনিবার এবং রবিবার বৃষ্টির দাপট কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিতে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। যাদবপুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, দেশপ্রিয় পার্কসহ বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতির কারণে সাধারণ মানুষকে তীব্র ভোগান্তির শিকার হতে হয়েছে। এর মধ্যে নতুন নিম্নচাপের খবর আরও উদ্বেগ বাড়িয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামসহ আরও কয়েকটি জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
