মালদায় চাঞ্চল্য! যুবকের শরীরে রহস্যজনকভাবে সুচের খোঁজ, আতঙ্কিত স্থানীয়রা

মালদায় চাঞ্চল্য! যুবকের শরীরে রহস্যজনকভাবে সুচের খোঁজ, আতঙ্কিত স্থানীয়রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা – মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকায় এক অবিশ্বাস্য ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২৭ বছরের মুখ ও বধির যুবক হায়দার আলির শরীরে রহস্যজনকভাবে অসংখ্য সুচ পাওয়া গিয়েছে। জীবন্ত মানুষের শরীরে এমন অস্বাভাবিক ঘটনা দেখে এলাকাজুড়ে আতঙ্ক। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে—এ কি অলৌকিক ঘটনা, কালা জাদু, না চিকিৎসা বিজ্ঞানের কোনও অজানা দিক?

হায়দারের স্ত্রী নাসিমা খাতুন জানিয়েছেন, কয়েক মাস আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একটি নার্সিংহোমে দু’দফা অপারেশন করে চিকিৎসকেরা হায়দারের শরীর থেকে মোট ৩৭টি সুচ বের করেছিলেন। চিকিৎসকেরা সেই সুচগুলো পরিবারকে দেখিয়েছিলেনও। নাসিমার অভিযোগ, “এখন পর্যন্ত বাড়ির সব জিনিসপত্র বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে গেছি, কিন্তু আর পেরে উঠছি না। কিভাবে শরীরে সুচ তৈরি হচ্ছে আমরা জানি না। আমাদের মনে হচ্ছে, কেউ কালা জাদুর মাধ্যমে ইচ্ছে করে শরীরে সুচ প্রবেশ করাচ্ছে।”

ঘটনায় এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই অলৌকিক শক্তির কথা বললেও, জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে, বিষয়টি যাচাই করতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের বক্তব্য, “প্রথমে চিকিৎসা পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই করা হবে। এরপরই আসল কারণ স্পষ্ট হবে।”

অন্যদিকে, বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, “কালা জাদু বলে কিছু হয় না। ঘটনাটির বৈজ্ঞানিক কারণ খুঁজে বের করতে আমরা নিজেরাও বিষয়টি খতিয়ে দেখছি।”

এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ভয়, কৌতূহল এবং বিভ্রান্তি সমানভাবে ছড়িয়ে পড়েছে। এখন সবার নজর জেলা স্বাস্থ্য দপ্তরের মেডিকেল রিপোর্টের দিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top