ভাইরাল – নয়ডার ব্যস্ত রাস্তায় প্রকাশ্য দিবালোকে প্রেমে মশগুল এক যুগল। চলন্ত বাইকের জ্বালানি ট্যাঙ্কে বসে তরুণী, সামনে মুখ করে প্রেমিককে জড়িয়ে ধরেছেন তিনি। পা দিয়ে আঁকড়ে রেখেছেন কোমর, মাথায় নেই হেলমেট। পাশ দিয়ে দ্রুতগতিতে ছুটে চলেছে গাড়ি ও বাইক, কিন্তু বিপদের তোয়াক্কা নেই।
সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয় একটি গাড়ি থেকে এবং ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশ পুলিশ এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে রসিক ভঙ্গিতে জানায়, “রোমিও-জুলিয়েট বাইকে সিক্যুয়েল বানাতে চেয়েছিল, কিন্তু ক্লাইম্যাক্সে গানের বদলে হাতে ধরানো হলো মোটা চালান।”
ট্রাফিক আইন ভাঙার জন্য তরুণকে ৫৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভিডিও নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র—কেউ মজা করেছেন, কেউ বিরক্তি প্রকাশ করেছেন। পুলিশের সতর্কবার্তাও প্রশংসিত হয়েছে।




















