শিয়ালদহ শাখায় সপ্তাহান্তে দুর্ভোগ, পাওয়ার ব্লকের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন

শিয়ালদহ শাখায় সপ্তাহান্তে দুর্ভোগ, পাওয়ার ব্লকের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – সপ্তাহান্তে ফের চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা। পাওয়ার ব্লকের কাজের কারণে আগামী শনিবার, ২৩ আগস্ট মধ্যরাত থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল রাখা হবে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গেছে, শিয়ালদহ স্টেশনে ট্রামওয়ে টাইপ ওভারহেড ইক্যুইপমেন্টের জরুরি কাজ করার জন্য প্রায় আড়াই ঘণ্টার পাওয়ার ও ট্র্যাফিক ব্লক নেওয়া হবে।

রাত ১২টা ৪৫ মিনিট থেকে শুরু করে ভোর ৩টে ১৫ মিনিট পর্যন্ত এই কাজ চলবে। এর ফলে একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও বাতিল করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, শনিবার শান্তিপুর থেকে শিয়ালদহগামী ৩১৫৪২ ডাউন লোকাল কেবল ব্যারাকপুর স্টেশন পর্যন্ত চলবে। একইভাবে, রবিবার শিয়ালদহ থেকে শান্তিপুরগামী ৩১৫১১ আপ লোকাল ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে, শিয়ালদহ থেকে ছাড়বে না।

এছাড়াও, ১৩১০৬ ডাউন বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেসের চলাচলেও প্রভাব পড়বে। শিয়ালদহগামী পথে এই ট্রেনটি প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট বিভিন্ন স্টেশনে থেমে থাকবে। পাওয়ার ট্র্যাফিক ব্লকের কারণে এই সময়ের মধ্যে শিয়ালদহ শাখার একাধিক রুটের ট্রেন দেরিতে চলার আশঙ্কা রয়েছে।

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিত্যযাত্রীদের আগাম সতর্ক করে জানানো হয়েছে যে, শনিবার এবং রবিবার যাতায়াতের সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top