মুর্শিদাবাদ – সোমবার রাতে মুর্শিদাবাদ জেলায় ঝটিকা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পরের দিন ৬ তারিখে তিনি বহরমপুর থেকে সরাসরি ধুলিয়ানে পৌঁছবেন। সেখানে সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবার এবং দোকানদারের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।
ধুলিয়ানের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী সুতি ছাবঘাটি ময়দানে প্রশাসনিক জনসভায় অংশগ্রহণ করবেন। ওই সভায় যোগ্য উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের কাজ সম্পন্ন হবে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর সম্পূর্ণ সরকারি হলেও জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কর্মসূচি সফল করার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাতে তিনি ট্রেনে বহরমপুরে পৌঁছে সার্কিট হাউসে রাত্রিবাস করবেন। পরের দিন সকালে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ধুলিয়ানের উদ্দেশ্যে রওনা দেবেন। ধুলিয়ান ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাড তৈরি করা হচ্ছে।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ও জেলা সভাপতি খলিলুর রহমান বলেন, “বহরমপুর থেকে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জের ধুলিয়ানে আসবেন। সেখান থেকে সুতির ছাবঘাটি ময়দানে সরকারি জনসভায় অংশ নেবেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানদারদের সঙ্গে সাক্ষাৎ করে তারা ক্ষতিপূরণও পেতে পারেন।”
তিনি আরও জানান, জেলা প্রশাসনের আয়োজনের পাশাপাশি তৃণমূল দলও মুখ্যমন্ত্রীর অভ্যর্থনা জানাতে উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, সভায় প্রায় কুড়ি হাজার মানুষের উপস্থিতি হতে পারে। রঘুনাথগঞ্জ-১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ জানান, “মুর্শিদাবাদে অশান্তি সৃষ্টিকারী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে আসছেন মুখ্যমন্ত্রী। ১২ নম্বর জাতীয় সড়কের দু’পাশে ব্যানার, পোস্টার, হোডিং এবং গেট তৈরি করা হচ্ছে।”
শাসকদলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই সভার জন্য প্রস্তুতি শুরু করেছেন। বিভিন্ন বুথ ও অঞ্চল কমিটির নেতৃত্ব বৈঠক করে বাস ও অন্যান্য যানবাহারের ব্যবস্থা করছেন। তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, “মুখ্যমন্ত্রী জেলার ২৬টি ব্লক এবং ৮টি পুরসভার উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন। আমাদের সাংগঠনিক জেলা থেকে প্রায় ১০ হাজার কর্মী সমর্থক সভায় উপস্থিত থাকবেন।”
