রাজাবাজারে ধারাল অস্ত্রের কোপে আইনজীবী আক্রান্ত, আতঙ্কে এলাকা

রাজাবাজারে ধারাল অস্ত্রের কোপে আইনজীবী আক্রান্ত, আতঙ্কে এলাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – খাবার কিনে বাড়ি ফিরছিলেন, তার আগেই ধারাল অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। শুক্রবার রাতে রাজাবাজারে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আক্রান্ত আইনজীবীর নাম মজিদ আখতার। তিনি ব্যাঙ্কশাল কোর্টে প্র্যাকটিস করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ন’টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। বাড়ির কাছাকাছি পৌঁছনোর সময় আচমকা তিন থেকে চারজন দুষ্কৃতী ধারাল অস্ত্র নিয়ে মজিদ আখতারের ওপর ঝাঁপিয়ে পড়ে। গলা, মাথা এবং হাতে ধারালো অস্ত্রের একাধিক কোপে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখে পরিবারের সদস্যরা দ্রুত পুলিশে খবর দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনাস্থল রাজাবাজার মোড়ের কাছেই হলেও এলাকা ছিল তুলনামূলকভাবে নির্জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখ ঢাকা অবস্থায় তিন-চারজন দুষ্কৃতী মজিদের ওপর হামলা চালায় এবং ধরা পড়ার ভয়ে দ্রুত শিয়ালদহের দিকে পালিয়ে যায়। আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন বা কোন কারণে এই হামলা হয়েছে তা তারা কিছুই বুঝতে পারছেন না। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি কোনও পুরনো শত্রুতার ফল হতে পারে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখেছে, আশেপাশে যে কয়েকটি সিসিটিভি ক্যামেরা ছিল, সেগুলি হামলাকারীরা খুলে নিয়ে গেছে। প্রমাণ লোপাটের এই চেষ্টা তদন্তকে আরও জটিল করে তুলেছে। তবুও অভিযুক্তদের খোঁজে তৎপর পুলিশ। কে বা কারা এই হামলার পেছনে রয়েছে এবং মজিদ আখতারের কোনও পুরনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top