বিনোদন – টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সৈরিতী বন্দ্যোপাধ্যায় ফের চর্চায়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন তিনি। শুধু সিরিয়ালেই নয়, ওয়েব সিরিজ-এর দুনিয়াতেও তাঁর অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে।
সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ সৈরিতী। প্রায়ই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। কখনও শাড়িতে ব্যাকলেস ব্লাউজে তাঁর রূপ নজর কাড়ে, আবার কখনও ওয়েস্টার্ন পোশাকে তাঁর মারকাটারি ফিগার তাক লাগিয়ে দেয়। খোলামেলা পোশাকে বেশ স্বচ্ছন্দ সৈরিতী, আর তাঁর মেদহীন ফিগারে প্রতিটি পোশাকই মানিয়ে যায় নিখুঁতভাবে।
৩৪ বছর বয়সী সৈরিতীর রয়েছে একটি কন্যাসন্তান। ২০২০ সালে তিনি মেয়ের জন্ম দেন। এক সন্তানের মা হওয়া সত্ত্বেও ফিটনেস বজায় রেখে গ্ল্যামার ধরে রেখেছেন এই অভিনেত্রী। তাঁকে দেখে বোঝা মুশকিল, তিনি এক সন্তানের মা।
মডেলিংয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু করে ছোট পর্দায় পা রাখেন সৈরিতী। ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ এবং ‘বাক্সবদল’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ‘ঠিক যেন লাভ স্টোরি’-তে নীল ভট্টাচার্যের সঙ্গে তাঁর জুটি দর্শকদের বিশেষ পছন্দ হয়েছিল। সেই ধারাবাহিকের শুটিং চলাকালীনই রোহিতের সঙ্গে বিয়ে করেন সৈরিতী। কিছুদিনের বিরতির পর আবারও অভিনয়ে ফিরে এসে ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দর্শকদের চমকে দেন তিনি।
