ভাইরাল -সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক মন ভাল করা ভিডিও, যেখানে দেখা গেছে এক সিংহ ও কুকুরের হৃদয়ছোঁয়া বন্ধুত্ব। ভিডিওটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামের ‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে।
ভিডিওতে দেখা যায়, খাঁচার এক প্রান্তে দাঁড়িয়ে থাকা কুকুরটির দিকে এগিয়ে যাচ্ছে বিশাল এক সিংহ। পশুরাজকে দেখে আনন্দে লেজ নাড়াতে শুরু করে কুকুরটি। এরপর ঘটে অবাক করা ঘটনা—সিংহটি হঠাৎ কুকুরটির সামনের পা তুলে মুখের কাছে নিয়ে এসে চুমু খায়। কিছুক্ষণের মধ্যেই আবার বন্ধুর পা নামিয়ে দেয় সিংহটি।
যদিও ভিডিওটি কোথায় এবং কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি, তবে সূত্রের খবর, ওই কুকুরই সিংহটির শৈশবের সঙ্গী। সিংহের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তির পোষ্য কুকুরটি প্রায় সারাদিন সিংহের সঙ্গে সময় কাটায়। জানা গেছে, জীবনের বিভিন্ন বিপদ থেকে সিংহটিকে বহুবার রক্ষা করেছে এই কুকুর। তাই প্রিয় বন্ধুকে ধন্যবাদ জানাতে ‘বনের রাজা’ নিজের আবেগ প্রকাশ করেছে এক চুমুতেই।
