উত্তর 24 পরগণা – আজ সকালে কাজে যোগ দেওয়ার পর জগদ্দল অ্যালায়েন্স জুট মিলের ওয়াইডিং বিভাগের শ্রমিক দাহারি যাদব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, বাথরুমে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করেন।
ঘটনার পর মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে মিলের ভেতরে বিক্ষোভ দেখান সহকর্মী শ্রমিকরা। শ্রমিকদের দাবি, মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে কমপক্ষে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।
ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ, তবে মিল ম্যানেজমেন্টের কোনো প্রতিনিধির উপস্থিতি পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
