চোলাই মদের বিরুদ্ধে পথে নামলেন বামুনিয়া গ্রামের মহিলারা

চোলাই মদের বিরুদ্ধে পথে নামলেন বামুনিয়া গ্রামের মহিলারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বামুনিয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলা চোলাই মদের রমরমা বন্ধ করতে এবার নিজেরাই উদ্যোগ নিলেন গ্রামের মহিলারা। সোমবার সকালে শতাধিক মহিলা হাতে লাঠি ও ঝাঁটা নিয়ে গ্রামের চোলাই ঠেকগুলিতে অভিযান চালান। তারা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে বেশ কয়েক লিটার চোলাই মদ উদ্ধার করে নষ্ট করে দেন। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীর এই প্রতিবাদে অংশগ্রহণ নজর কেড়েছে।

গ্রামের বাসিন্দারা জানান, বহু বছর ধরে এই এলাকায় অবাধে চোলাই মদের ব্যবসা চলছে। এর ফলে গ্রামে প্রায়ই অশান্তির পরিবেশ তৈরি হয়। এলাকার অল্পবয়সী যুবকরা এই মদে আসক্ত হয়ে পড়ছে। সন্ধ্যার পর থেকে গোটা গ্রামজুড়ে ভয়ের আবহ ছড়িয়ে পড়ে। স্কুল, কলেজ কিংবা টিউশন থেকে ফেরার পথে ছাত্র-ছাত্রীরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। গ্রামের মানুষ বহুবার প্রশাসনকে এই সমস্যা জানিয়েও সুরাহা পাননি।

মহিলাদের অভিযোগ, চোলাই মদের এই ব্যবসা বন্ধ করতে তারা বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা নিজেদের উদ্যোগে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। সোমবারের অভিযানে মহিলারা চোলাই ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালান এবং মদ নষ্ট করে দেন।

অভিযান শেষে গ্রামের রাস্তায় নেমে মহিলারা চোলাই ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান। তাদের এই সাহসী পদক্ষেপ স্থানীয় মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার মধ্যে বামুনিয়া গ্রামের মহিলাদের এই ভূমিকা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top