‘দাদুর থেকে কাঁসর-ঘণ্টা বাজানো শিখেছে কবীর’, মেয়ের সঙ্গে প্রথম পুজো কোয়েলের

‘দাদুর থেকে কাঁসর-ঘণ্টা বাজানো শিখেছে কবীর’, মেয়ের সঙ্গে প্রথম পুজো কোয়েলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – আর মাত্র ক’টা দিনের অপেক্ষা, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কলকাতার বিখ্যাত মল্লিক বাড়ির পুজো এবার ১০১ বছরে পড়ল। এই বাড়ির মেয়ে কোয়েল মল্লিক পুজোর সময়টায় পরিবারের সঙ্গেই কাটান, যেন একেবারে ঘরের মেয়েই। বাড়ির বাইরে কোথাও যাওয়ার কথা ভাবেনই না তিনি। তবে এই বছরের পুজো কোয়েলের জন্য বিশেষ, কারণ এবার তাঁর কন্যা কাব্যর প্রথম পুজো।

কোয়েল জানালেন, ছেলে কবীরের কিছু প্রশ্ন তাঁকে অবাক করে দেয়। প্রায় প্রতি বছরই স্টার জলসায় মহিষাসুরমর্দিনীর রূপে দর্শকদের সামনে হাজির হন কোয়েল, এই বছরও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যেই মহালয়ার শ্যুটিং সেরে ফেলেছেন তিনি। এবারের পুজোয় তাঁর কোনও নতুন ছবি মুক্তি পাচ্ছে না, তাই সময়টা পুরোপুরি দুই সন্তান কবীর ও কাব্যকে নিয়েই পুজোর পরিকল্পনা করছেন।

৫ বছরের কবীর প্রতি বছর মাকে দুর্গারূপে ছোটপর্দায় দেখতে দারুণ উপভোগ করে। তবে মা-কে অসুরের সঙ্গে লড়তে দেখে আগের বছর ভয় পেয়ে গিয়েছিল সে। এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, “মা-কে কেউ কষ্ট দিচ্ছে, তা কি কোনও সন্তান সহ্য করতে পারে?”তাই এ বছর শ্যুটিংয়ের আগে কবীরকে অসুরের সঙ্গে ‘ভাব করিয়ে’ দিয়েছেন। স্টার জলসার মহালয়ায় ইন্দ্রজিৎ বসুকে দেখা যাবে অসুরের ভূমিকায়। এরপর থেকেই কবীরের একটাই প্রশ্ন— “মা দুর্গার শক্তি বেশি, না মা-এর?”কোয়েল মাঝেমধ্যে এমন প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেলেও ছেলেকে বলেছেন, “মা দুর্গার শক্তিই সবচেয়ে বেশি।”

গত বছর সাত মাসের প্রেগন্যান্ট ছিলেন কোয়েল, আর এই বছর তাঁর কোলে এসেছে ছোট্ট কাব্য। ফলে এবারের পুজোটা আরও আনন্দে ভরপুর হবে বলাই বাহুল্য। যবে থেকে বুঝতে শিখেছে, কবীর বাড়ির পুজো নিয়ে প্রবল উৎসাহী। দাদু রঞ্জিত মল্লিকের কাছ থেকেই কবীর কাঁসর-ঘণ্টা বাজানো শিখেছে, যার ঝলক গত বছরই দেখা গিয়েছিল।

এই বছরও কোয়েল, স্বামী নিসপাল সিং এবং দুই সন্তান মল্লিক বাড়িতেই পুজোর চারটি দিন কাটাবেন। কাব্যর জন্য নতুন জামা বানাতে দেওয়া হয়ে গেছে, কবীরের জন্যও চলছে জোরদার কেনাকাটা। গত বছর আরজি কর কাণ্ডের আবহে মল্লিক বাড়ির দরজা দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল, তবে এই বছর সেই নিষেধাজ্ঞা থাকছে না।

পুজোর আয়োজন থেকে ভোগ বিতরণ, অষ্টমীর অঞ্জলি, সিঁদুর খেলা—সবেতেই কোয়েলকে দেখা যাবে একেবারে ঘরের মেয়ের ভূমিকায়। পুজোর চারটে দিন তাঁর গায়ে ‘টলি কুইন’-এর তারকা তকমা থাকে না; পরিবারের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা আর ভক্তিতে মেতে ওঠেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top