ভাইরাল – মুম্বইয়ের লোকাল ট্রেনে ঘটে গেল এক অবাক করা ঘটনা। ভিজে জামাকাপড় শুকোতে এবার রেলের কামরাকেই বাড়ির বারান্দা বানিয়ে ফেললেন এক তরুণী। যাত্রীভর্তি ট্রেনের মধ্যে নির্ভীকভাবে তিনি ভিজে রাতপোশাকটি কামরার রডে মেলে দিলেন, যেন বাড়িতেই আছেন। সেই দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে, আর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে হাসির রোল।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, শাড়ি পরা এক তরুণী ট্রেনের দরজার ধাতব হাতলে ভিজে পোশাক টানটান করে মেলে দিচ্ছেন। আশ্চর্যের বিষয়, কাজটি করতে তাঁর একটুও দ্বিধা বা সংকোচ ছিল না। আশেপাশের অন্যান্য যাত্রীদেরও কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। যেন প্রতিদিনের যাত্রাপথে এমন দৃশ্য তাদের কাছে একেবারেই স্বাভাবিক। ভিডিওটি যাত্রীদের মধ্যেই কেউ ক্যামেরাবন্দি করেন, পরে তা ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসে।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি হয়েছে। চারিদিকে জল জমে ছোট ছোট বাড়িতে বসবাসকারীদের জন্য জামাকাপড় শুকোনো এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকে ভরসা করছেন লোকাল ট্রেনের কামরার ওপর। এর আগেও রেলের কামরায় ভেজা তোয়ালে ও চাদর শুকোনোর দৃশ্য সামনে এসেছে।
ভিডিওটি ‘মুম্বইগাইড’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পর প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন,”মুম্বইবাসীরা কখনও হাল ছাড়েন না। প্রতিদিনের সমস্যার বাস্তব সমাধান খুঁজে নিতে জানেন।”আরেকজন লিখেছেন, “আমাদের কাছে লোকাল ট্রেনের কামরাই যেন দ্বিতীয় বাড়ি। এখানে আমরা উৎসব করি, খাবার ভাগাভাগি করি, আর এখন দেখুন—এখানেই কাপড়ও শুকোই!”
