খবরের কাগজ দিয়ে তিন ফুটের গণপতির মূর্তি তৈরি করে নজর কাড়লেন নবদ্বীপের শিল্পী

খবরের কাগজ দিয়ে তিন ফুটের গণপতির মূর্তি তৈরি করে নজর কাড়লেন নবদ্বীপের শিল্পী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – গণেশ চতুর্থী উপলক্ষে এক অভিনব উদ্যোগে নজর কেড়েছেন নবদ্বীপের শিল্পী শিব সংকর সাধুখাঁ। পুরোনো খবরের কাগজ ব্যবহার করে তিনি প্রায় তিন ফুট উচ্চতার গণপতির মূর্তি তৈরি করেছেন, যা দেখে মুগ্ধ হচ্ছেন এলাকাবাসী ও শিল্পপ্রেমীরা।

নবদ্বীপ শহরের ২৪ নম্বর ওয়ার্ডের তেঘড়ি পাড়া সুধাংশু চ্যাটার্জি লেনের বাসিন্দা শিব সংকর বাবু পেশায় একজন অঙ্কন শিল্পী ও শিক্ষক। তবে পাশাপাশি তিনি বিশেষভাবে পারদর্শী পেপার ম্যাশে বা কাগজের মণ্ড দিয়ে মূর্তি ও মডেল তৈরিতে। পুরোনো খবরের কাগজ, সোলা এবং অন্যান্য ফেলনা সামগ্রী ব্যবহার করে বিভিন্ন ঠাকুর, মনীষী, জীবজন্তু এমনকি অনন্য শিল্পকর্ম তৈরি করাই তাঁর নেশা।

শিব সংকর বাবুর কথায়, গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে শ্রদ্ধা জানাতেই তিনি কাগজের মণ্ড দিয়ে এই তিন ফুট উচ্চতার গণপতির মূর্তি তৈরি করেন। কাজটি সম্পূর্ণ করতে তাঁর প্রায় ছয় মাস সময় লেগেছে। ছোটবেলা থেকেই তাঁর মডেলিং শিল্পের প্রতি প্রবল ঝোঁক ছিল, যা পরবর্তীতে পেশায় রূপ নিয়েছে।

তিনি জানান, মাথায় যখন যেটি আসে, তখনই সেই ভাবনাকে কাজে লাগিয়ে ফেলনা সামগ্রী দিয়ে তৈরি করেন নতুন নতুন শিল্পকর্ম। এই সৃজনশীলতার পথে তাঁর স্থায়ী সহযাত্রী স্ত্রী ইন্দিরা সাধুখাঁ, যিনি সংসার সামলানোর পাশাপাশি তাঁকে সবসময় সহযোগিতা করেন।

সম্প্রতি তাঁর অসাধারণ শিল্পকর্মের জন্য তিনি জাতীয় পুরস্কারের সম্মানে ভূষিত হয়েছেন। শিব সংকর বাবুর দাবি, এই ধরনের পেপার ম্যাশে প্রযুক্তিতে তৈরি গণপতির মূর্তি দেশ তো বটেই, সারা পৃথিবীতেই বিরল।

বর্তমানে তিনি সরকারি বিভিন্ন কর্মশালায় পেপার ম্যাশে শিল্পকলার প্রশিক্ষণও দিয়ে থাকেন। আগামী দিনে এই শিল্পকলাকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি ও তাঁর স্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top