নদিয়া – আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নদীয়ার নবদ্বীপ সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে নবদ্বীপ পোড়ামা প্রাঙ্গণ দূর্গাপূজা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো সোমবার। সন্ধ্যায় নবদ্বীপ বাজার রোডের শ্রীধর ঠাকুর বাড়ির নাটমন্দিরে এই সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পূন্ডরী কাক্ষ সাহা, নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, পুজো কমিটির সভাপতি ও নবদ্বীপের উপ-পৌরপ্রধান শচীন্দ্র বসাক, উপদেষ্টা কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী অচিন্ত পোদ্দার সহ নবদ্বীপ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সকল কার্যকরী এবং সাধারণ সদস্যরা।
সভার শুরুতে বিধায়ক, পৌরপতি সহ অন্যান্য অতিথিদের পুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এরপর বিভিন্ন বক্তা আলোচনা করেন, কীভাবে ২০২৫ সালের শারদীয়া দুর্গাপূজাকে আগের বছরের তুলনায় আরও বেশি মানুষের কাছে তুলে ধরা যায়। সবাইকে পূজার সফল আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
জানা গেছে, নবদ্বীপ পোড়ামা প্রাঙ্গণের দুর্গাপূজা এ বছর ৮২ তম বর্ষে পদার্পণ করেছে। এ প্রসঙ্গে নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা বলেন, “নবদ্বীপ পোড়ামা প্রাঙ্গণের দুর্গাপূজা হেরিটেজ শহর নবদ্বীপের অন্যতম হেরিটেজ দুর্গাপূজা।” এছাড়াও তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদীয়া দুর্গোৎসবকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। রাজ্যের বিভিন্ন পূজা কমিটি ও ক্লাব যাতে আরও সুন্দরভাবে মায়ের পূজা আয়োজন করতে পারে, সেজন্য সরকার প্রতি বছর বিশেষ অনুদান প্রদান করছে।
