দক্ষিন 24 পরগণা – রাজ্যে একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নানা এনজিও ও ট্রাস্ট, যেগুলো সমাজসেবার আড়ালে চালিয়ে যাচ্ছে প্রতারণার ব্যবসা। এমনই এক ভুয়ো সংস্থার কর্মীদের গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার পুলিশ। সিসি নামের ওই সংস্থা একেবারে হিন্দি সিনেমা স্পেশাল ২৬-এর কায়দায় প্রতারণা চালাত। সরকারি বোর্ড লাগানো গাড়ি, নকল পরিচয়পত্র ও ভুয়ো আইডি দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করাই ছিল এদের প্রধান কাজ।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক বৈঠকে জানান, সোশ্যাল লিগ্যাল ক্রাইম ইনফর্মেশন (SICI) নামের একটি সংগঠন গড়ে তোলা হয়েছিল। সংস্থার লোগো, ব্যানার ও আইডি কার্ড ব্যবহার করে তারা নানা অবৈধ কাজ চালাত। প্রতারণার শিকার একাধিক মানুষ অভিযোগ জানানোর পর পুলিশ তৎক্ষণাৎ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ফাল্গুনী চ্যাটার্জি (কলকাতা), দীপ বর্মন, সুজাউদ্দিন শেখ (ফলতা), মোস্তাকিম মোল্লা (লেক থানা), এবং জামাল হালদার (কুলতলী)।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা সাধারণ মানুষের কাছে গিয়ে সিবিআই, ইডি ও সিআইডি অফিসারের পরিচয় দিত। নকল সরকারি পরিচয়পত্র দেখিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করত। ফাল্গুনী চ্যাটার্জি কিছুদিন আগে ডায়মন্ড হারবারে ১৪ নম্বর ওয়ার্ডের সিভিল কোর্ট পাড়ায় একটি অফিস উদ্বোধনে এসেছিলেন সরকারি লোগো লাগানো গাড়ি নিয়ে। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ভুয়ো আইডি কার্ড, সরকারি নথি এবং চাঁদাবাজির প্রমাণ উদ্ধার করেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক দলের হেড অফিস উত্তর দিনাজপুরে অবস্থিত। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, প্রতারণার শিকার স্থানীয় বাসিন্দাদের খোঁজও শুরু করেছে পুলিশ।
