ভাইরাল – উত্তরপ্রদেশের অরিয়ায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। মঙ্গলবার বিকেলে বিধুনা এলাকায় বেসরকারি স্কুলের শিক্ষক রোহিতাশ চাঁরার টাকাভর্তি ব্যাগ কেড়ে নিয়ে গাছে উঠে পড়ে এক বাঁদর। গাছে বসেই ব্যাগ খুলে ৫০০ টাকার নোট উড়িয়ে দেয় সে। মুহূর্তেই রাস্তায় ভিড় জমে যায় নোট কুড়োতে, সৃষ্টি হয় তীব্র হুড়োহুড়ি। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, শিক্ষক রোহিতাশ চাঁরা তাঁর আইনজীবীর সঙ্গে সম্পত্তি নথিভুক্তিকরণের কাজে সরকারি দফতরে যাচ্ছিলেন। বাইকে থাকা ব্যাগে ছিল ৮০ হাজার টাকা। নথি নিয়ে আলোচনা চলাকালীনই হঠাৎ এক বাঁদর ব্যাগ ছিনিয়ে গাছে উঠে পড়ে। ব্যাগে খাবার না পেয়ে গাছ থেকেই নোট উড়িয়ে দেয় সে।
ঘটনাস্থলে থাকা মানুষজন নোট কুড়োতে ভিড় করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত শিক্ষক প্রায় ৫২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন। বাকি ২৮ হাজার টাকার কিছু নোট ছিঁড়ে যায়, কিছু টাকা হারিয়েও যায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বাঁদরের দল তাণ্ডব চালাচ্ছে। প্রায়ই ব্যাগ, কাগজপত্র ও নথি ছিনিয়ে নিয়ে পালায় তারা। এ নিয়ে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা।
ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেল ‘শৈলেন্দ্র মৌর্য’ থেকে পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়। ভিডিওটি দেখে কেউ কেউ মজার মন্তব্য করলেও অনেকেই শিক্ষকের ক্ষতির জন্য সহানুভূতি প্রকাশ করেছেন।
