দুর্গা পুজোকে ঘিরে পরিবহন দপ্তরের বিশেষ পরিকল্পনা

দুর্গা পুজোকে ঘিরে পরিবহন দপ্তরের বিশেষ পরিকল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আর মাত্র এক মাস পরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় এবং মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এই উৎসবকে আরও সবার জন্য সহজলভ্য করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। বুধবার দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দুর্গা পুজো উপলক্ষে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

পুজো মানেই কেনাকাটা, আর সেই কথা মাথায় রেখে পরিবহন দপ্তর চালু করতে চলেছে ‘শপিং স্পেশাল বাস’ পরিষেবা। শহরতলী ও গ্রামাঞ্চল থেকে বহু মানুষ কেনাকাটার জন্য শহরে আসেন। তাঁদের সুবিধার জন্য হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এই বিশেষ বাস চলবে। পাশাপাশি, এবারও থাকছে ‘নাইট সার্ভিস বাস’। এই বাসগুলি মূলত রাতে যাতায়াতের জন্য, যা শিয়ালদহ ও হাওড়ায় পৌঁছে দেবে যাত্রীদের।

দুর্গা পুজোর থিম পুজোর রমরমার পাশাপাশি অনেকেই দেখতে চান বনেদি বাড়ির ঐতিহ্যবাহী পুজো। তাঁদের জন্য পরিবহন দপ্তর চালু করছে বিশেষ শীতাতপনিয়ন্ত্রিত বাস। এই বাসগুলির যাত্রা শুরু হবে সকাল আটটায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই বিশেষ বনেদি বাড়ির পুজো পরিক্রমা চলবে। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য থাকবে আলাদা ভাড়া। পর্যটকদের জন্য থাকবে প্রাতরাশ এবং দুপুরের খাবারের ব্যবস্থাও।

শহরতলীর মানুষ যাতে কলকাতার বনেদি বাড়ির পুজোর স্বাদ নিতে পারেন, সেই লক্ষ্যে বারাসত থেকে উত্তর কলকাতার মধ্যে চালু করা হবে বিশেষ বাস পরিষেবা। বারাসত কলোনী মোড় থেকে সকাল আটটায় এই বাস ছাড়বে। এখানেও প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য আলাদা ভাড়ার ব্যবস্থা থাকবে এবং যাত্রীদের জন্য প্রাতরাশ ও দুপুরের খাবারের সুবিধা থাকবে।

স্থলপথে বাসের পাশাপাশি পরিবহন দপ্তর এবার জলপথে পুজো পরিক্রমার ব্যবস্থাও রেখেছে। মিলেনিয়াম পার্ক থেকে সকাল ১১টায় বিশেষ লঞ্চ ছাড়বে। হাওড়া জেটি হয়ে আহিরীটোলা ঘাটে পৌঁছে পর্যটকরা সেখান থেকে শীতাতপনিয়ন্ত্রিত বাসে উঠে ঘুরে দেখতে পারবেন বিভিন্ন পুজোমণ্ডপ। এক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক ও শিশুদের ভাড়া আলাদা নির্ধারণ করা হয়েছে।

যারা বিলাসবহুল ভ্রমণ পছন্দ করেন, তাঁদের জন্যও রয়েছে বিশেষ লাক্সারি বাস পরিষেবা। এই বাসে বসে ঘুরে দেখা যাবে একডালিয়া সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘসহ কলকাতার একাধিক নামকরা পুজো।

পুজোয় অনেকেই শহরের বাইরে মফস্বলের পুজো দেখতে চান। তাঁদের কথা মাথায় রেখে সপ্তমী থেকে নবমী পর্যন্ত এসপ্ল্যানেড থেকে ধান্যকুড়িয়া এবং আড়বালিয়া পর্যন্ত বিশেষ বাস চালাবে পরিবহন দপ্তর। কলকাতা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এই এলাকাগুলিতে রয়েছে প্রাচীন পুজোর ঐতিহ্য। পাশাপাশি, জয়রামবাটী এবং কামারপুকুরের পুজোও ঘুরে দেখার সুযোগ থাকবে।

সবশেষে, পরিবহন দপ্তর জানিয়েছে যে ৫ বছরের নিচের শিশুদের জন্য কোনো ভাড়া নেওয়া হবে না। এই একাধিক পরিকল্পনার ফলে দুর্গা পুজোর সময় কলকাতা এবং আশপাশের এলাকায় পর্যটন আরও সহজ ও আনন্দদায়ক হয়ে উঠবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top