বিহারে বড়সড় সাফল্য: জৈশ ই মুহাম্মদের ৩ জঙ্গি গ্রেফতার, গোটা রাজ্যে হাই অ্যালার্ট

বিহারে বড়সড় সাফল্য: জৈশ ই মুহাম্মদের ৩ জঙ্গি গ্রেফতার, গোটা রাজ্যে হাই অ্যালার্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – বিহার পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে বড় সাফল্য মিলল। পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ ই মুহাম্মদ-এর তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, নেপাল সীমান্ত দিয়ে বিহারে প্রবেশ করেছিল এই তিন জঙ্গি এবং তাদের লক্ষ্য ছিল বড় ধরনের নাশকতা। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের জিজ্ঞাসাবাদ থেকে জঙ্গি নেটওয়ার্ক ও ষড়যন্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে গোয়েন্দারা।

সূত্রের খবর অনুযায়ী, নেপালের আরাড়িয়া জেলা হয়ে বিহারে প্রবেশ করেছিল এই জঙ্গিরা। তদন্তকারীরা মনে করছেন, সীমান্তবর্তী জেলাগুলিকে কেন্দ্র করেই বড় ধরনের নাশকতার ছক কষছিল তারা। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ধৃতদের ছবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা এবং বিহার পুলিশ।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার:
বড় নাশকতার সম্ভাবনা থাকায় গোটা বিহারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা সীতামারহি, মধুবনী, পশ্চিম চম্পারণ, আরারিয়া, কিষাণগঞ্জ এবং সুপৌল-এ নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ভাগলপুর ও আশপাশের জেলাগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

আগেও ঘটেছে অনুপ্রবেশ:
এটাই প্রথম ঘটনা নয়। এর আগে মাত্র তিন মাস আগে, টানা কুড়ি দিনের অভিযানে ১৮ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে একজনের খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল বলে জানা গিয়েছে।

৭২৯ কিলোমিটার খোলা সীমান্তে বাড়ছে ঝুঁকি:
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিহার ও নেপালের মধ্যে প্রায় ৭২৯ কিলোমিটার দীর্ঘ খোলা সীমান্ত থাকায় প্রায়শই অনুপ্রবেশ ঘটে। বিহারের সাতটি জেলা সরাসরি নেপাল সীমান্ত সংলগ্ন হওয়ায় এগুলিকে জঙ্গিরা প্রবেশের জন্য বারবার ব্যবহার করছে। এজন্য নিরাপত্তা বাহিনী সীমান্তে কড়া নজরদারি ও টহলদারি আরও বাড়িয়েছে।

বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে তীব্র সতর্কতা জারি রয়েছে। পুলিশের সদর দফতর সমস্ত জেলাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে যে কোনো সম্ভাব্য নাশকতা রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top