লাগাতার বৃষ্টিতে ঘাটালে জল থইথই, ধীরে ধীরে কমছে বন্যার জল

লাগাতার বৃষ্টিতে ঘাটালে জল থইথই, ধীরে ধীরে কমছে বন্যার জল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর – লাগাতার বর্ষার বৃষ্টিতে ঘাটালে এখনও জল থইথই অবস্থা। যদিও কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, তবু ঘাটাল পৌর এলাকা ও একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল এখনও প্লাবিত। কোথাও কোমরসমান, কোথাও হাঁটুসমান জল, আর সেই জল পেরিয়েই চলছে সাধারণ মানুষের যাতায়াত। অনেক জায়গায় নৌকা ও ডিঙির সাহায্যেই যোগাযোগ বজায় রাখতে হচ্ছে।

চন্দ্রকোনার কেঠিয়া নদীর জলস্তর কিছুটা কমলেও ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড এবং বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এখনও প্লাবিত। ডুবে রয়েছে বহু রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট, এমনকি বিঘের পর বিঘে কৃষিজমি। আসন্ন দুর্গাপুজোর আগে বন্যা পরিস্থিতি এলাকাবাসীর দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলেছে।

স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ বাসিন্দারাও বিপাকে পড়েছেন। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত, ফলে পুজোর বাজারের প্রস্তুতিও প্রভাবিত হয়েছে। জল নামতে শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই মনে করছে ঘাটালবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top