গ্লাস হাতে মনোকিনিতে পুল পার্টি! ‘চল্লিশ বছর বয়সে…ভয় পাই না’, স্পষ্ট জানালেন পিয়া চক্রবর্তী

গ্লাস হাতে মনোকিনিতে পুল পার্টি! ‘চল্লিশ বছর বয়সে…ভয় পাই না’, স্পষ্ট জানালেন পিয়া চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – তিন মাস আগে মা হয়েছেন পিয়া চক্রবর্তী, বাবা হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্রসন্তানের আগমনে নতুন তারকা দম্পতির পরিবার এখন আনন্দে ভরপুর। প্রথম সন্তানকে ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নতুন বাবা-মা। ছেলেকে কীভাবে বড় করবেন, তা আগেই ঠিক করে রেখেছিলেন তাঁরা। এখনও সন্তানের নাম প্রকাশ করেননি, তবে মাঝেমধ্যেই ছেলের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

গত ১৬ অগাস্ট ছিল পিয়ার জন্মদিন। এই বিশেষ দিনটিতে কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে দারুণ একটি পার্টির আয়োজন করেছিলেন ‘নতুন হট মাম্মা’। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে দেখা গেছে মনোকিনিতে পুল পার্টিতে জলকেলি আর গ্লাস হাতে পোজ দিতে ব্যস্ত পিয়া। আনন্দ, উচ্ছ্বাস আর বন্ধুত্বের মুহূর্তে ভরা এই উদযাপন ছিল একেবারেই বিশেষ।

তারকাদের সব সময়ই নিন্দুকদের নজরে থাকতে হয়। পরমব্রত-পিয়া জুটিও ট্রোলারদের থেকে মুক্ত নয়। প্রতিনিয়ত তাঁদের কটাক্ষের মুখে পড়তে হয়। তবে পিয়া এসবকে পাত্তা দেন না। তিনি পজিটিভ থাকতে পছন্দ করেন। জন্মদিনের ছবিগুলো শেয়ার করার সময়ও নিন্দুকদের জন্য আগেই মোক্ষম জবাব দিয়ে রেখেছিলেন। নিজের ক্যাপশনে স্পষ্ট লিখেছেন, “চল্লিশ বছর বয়সে, একমাত্র জিনিস যা ম্লান হয়ে যায়, তা হল ‘জাজ’ হওয়ার ভয়।”

এই পার্টিতে পরমব্রত-পিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু আদিত্য সেনগুপ্ত, অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায়সহ আরও অনেকে। ছবিগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে ঝলমলে হাসি আর নির্ভীক মনোভাবের মাধ্যমে নিজের আত্মবিশ্বাসের প্রকাশ ঘটিয়েছেন পিয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top