“শুক্রবার সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন, বাড়ছে বুথের সংখ্যা, আসছে হাইরাইজ বুথের প্রস্তাব”

“শুক্রবার সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন, বাড়ছে বুথের সংখ্যা, আসছে হাইরাইজ বুথের প্রস্তাব”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে ভোটের আগে শুক্রবার সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন। এদিন বিকেল ৩টায় মুখ্যনির্বাচনী আধিকারিকের দফতরে এই বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, বুথের সংখ্যা বৃদ্ধি, হাইরাইজ বুথের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলির মতামত — এই তিনটি বিষয়ই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

বর্তমানে রাজ্যে ৮০,৬৮১টি বুথ রয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী তা ৯৪,৪৯৭-এ উন্নীত হতে চলেছে। অর্থাৎ, নতুন করে ১৩,৮১৬টি বুথ তৈরি হবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, যে বুথগুলোতে ১,২০০-র বেশি ভোটার রয়েছে, সেখানে বুথ ভাগ করে দেওয়া হবে। তবে এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানার জন্যই ডাকা হয়েছে সর্বদল বৈঠক।

বিজেপির তরফে আগেই দাবি জানানো হয়েছিল, বুথগুলো এমন জায়গায় করা হোক যেখানে ভোটাররা সহজে পৌঁছতে পারেন। অভিযোগ ছিল, বহু বুথে যাওয়ার আগেই ভোটারদের অবরুদ্ধ করে রাখা হয়। কমিশন সূত্রে খবর, এই দাবি নিয়েও আলোচনা হতে পারে।

এছাড়া জেলার ভোট সংক্রান্ত বৈঠকগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, মিনিটস আকারে তুলে ধরা হবে শুক্রবারের বৈঠকে।

সবচেয়ে আলোচ্য বিষয় হতে পারে হাইরাইজ বুথ। কমিশন ভাবছে, যেখানে ৪০০ বা তার বেশি বাসিন্দা বিশিষ্ট বহুতল ভবন রয়েছে, সেখানেই বুথ স্থাপন করা যায়। প্রাথমিকভাবে কলকাতার কথা মাথায় রেখে পরিকল্পনা হলেও, প্রয়োজনে এটি পুরো রাজ্যজুড়ে কার্যকর হতে পারে।

কলকাতায় গত কয়েক বছরে বহুতলের সংখ্যা হু হু করে বেড়েছে, তবে সেখানকার ভোটদানের হার তুলনামূলকভাবে খুবই কম। সেই হার বাড়াতেই কমিশন এবার নতুন পদক্ষেপ নিতে চাইছে। শুক্রবারের বৈঠকে এই বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top