কলকাতা – একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘দুর্গাঙ্গন’ তৈরির ঘোষণা করেছিলেন, সেই প্রকল্পের কাজ অবশেষে গতি পেল। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর এবার জমি চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, কলকাতার নিউটাউনে ইকো পার্কের কাছেই এই প্রকল্পের জন্য একটি জমি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
পরিকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা বিবেচনা করেই এই স্থান নির্বাচন করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় আড়াইশো কোটি টাকার বেশি ব্যয়ে সেখানে ‘দুর্গাঙ্গন’ প্রকল্প গড়ে তোলা হবে।
এই গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে (HIDCO)। ইতিমধ্যেই হিডকো উপযুক্ত এজেন্সি বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসনের আশা, দ্রুতই জমির চূড়ান্ত অনুমোদন মিলবে এবং নির্মাণকাজও শুরু হয়ে যাবে।
প্রকল্পের লক্ষ্য, রাজ্যে দুর্গাপুজোর গুরুত্ব, সংস্কৃতি এবং ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। নিউটাউনের মতো সুসংযুক্ত ও আধুনিক জায়গায় এই উদ্যোগ বাস্তবায়িত হলে কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
